দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো শেষ হলে আমরা সকলকে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করি। অফিস, আদালত, স্কুল কলেজ একাধিক সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে বিজয়া সন্মেলনী অনুষ্ঠান করা হয়। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র ধরা পড়ল। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আজ সাফাই কর্মীদের নিয়ে এবছর প্রথম বিজয়া সন্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভাকক্ষে। পাশাপাশি যে সমস্ত কর্মীরা ডেঙ্গি সচেতনতা বিষয় নিয়ে কাজ করছেন তাঁদেরকেও এই বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, ফিনানসিয়াল অফিসার অনিরুদ্ধ রায়, কাউন্সিলার সাগর কুন্ডু সহ পৌর কর্মী, সাফাই কর্মী এবং ডেঙ্গি কর্মীরা। আজ তাঁদের প্রত্যেককে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। এদিন সাফাই কর্মীরা মাইকের সামনে এসে নিজের বক্তব্য তুলে ধরেন এবং সংগীতও পরিবেশন করেন। দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, সাফাই কর্মীদের নিয়ে এ বছর প্রথম বিজয়া সন্মেলনী অনুষ্ঠান করা হল। এদেরকে নিয়ে অনুষ্ঠান করার আনন্দই আলাদা। তিনি আরও জানান, আমরা পুজোর সময় যখন নতুন জামাকাপড় পরে প্যাণ্ডেলে বসে থাকি। তখন ডেঙ্গি ও সাফাইকর্মীরা কঠিন পরিশ্রম করে উৎসবের মরসুমে অন্যদেরকে আনন্দ দিতে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করে। তাই দুবরাজপুর পৌরসভা সবসময় তাঁদের পাশে আছে। আজকের বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে প্রায় ৬৪ জন ডেঙ্গি কর্মী ও ২০০ জন সাফাইকর্মী ছিলেন।