পাঁশকুড়ার বিস্ফোরণ নিয়ে চার দিন কেটে গেলও অভিযুক্তরা পলাতক,মৃত কিশোরের পরিবার NIA তদন্তের দাবি।

0
192

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে শব্দবাজি বিস্ফোরণে মৃত্যু হয় এক কিশোর ও এক মহিলার। চার দিনের মাথায় ঘটনা স্থলে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল। দুপুর তিনটে নাগাদ ৩ প্রতিনিধির টিম এসে নমুনা সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে সব রকম নমুনা সংগ্রহ করেছে তারা । বাজি তৈরি করার বারুদ, বিস্ফোরণ স্তলের মাটি, শব্দ বাজি তৈরি করার সরঞ্জাম সংগ্রহ করেন ফরেনসিক দল। ওই বিস্ফোরণের মৃত নবম শ্রেণীর কিশোর শম্ভু (প্রদীপ) সামন্ত পরিবার দাবি করেন পুলিশ সঠিক তদন্ত করছে না। আজ চার দিন কেটে গেল এখনো যার বাড়িতে শব্দবাজি তৈরি হয় শ্রীকান্ত ভক্তি ও দুই ছেলেকে এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না। আমরা সঠিক তদন্তের জন্য NIA তদন্ত যাই।