জলপাইগুড়ি পুরসভার অন্ত গত ২৫ নাম্বার ওয়ার্ডের অন্তগত পরেশ মিত্র কলোনী লাগোয়া করোলা নদীর থেকে ধরা পড়লো এক বিরল প্রজাতির মাছ ।

0
1727

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি পুরসভার অন্ত গত ২৫ নাম্বার ওয়ার্ডের অন্তগত পরেশ মিত্র কলোনী লাগোয়া করোলা নদীর থেকে ধরা পড়লো এক বিরল প্রজাতির মাছ । এই মাছ দেখতে ভিড় জোমে যায় রাস্তায় । অনেকে গাড়ি থামিয়েও মাছ দেখতে দাঁড়িয়ে পড়ে । মৎস্য শিকারি মনজ রাহুত তিনি বলেন , আমি প্রতিদিন যাই নদীতে মাছ ধরতে । আজকেও গেছিলাম মাছ ধরতে । গিয়ে দেখি নদীর কিনারে কি লাফাচ্ছে । ওই দেখে আগায় যাই গিয়ে এই মাছটি উঠায় নিয়ে আশি । আমি এতো বছর ধরে এই নদীতে মাছ ধরছি আর দেখেছি কিন্তু এই ধরনের মাছ আমি কোনো দিন দেখিনাই । কুমিরের মতো মুখ আর বড়ো বড়ো বড়ো দাত । এই মাছ দেখতে প্রচুর মানুষ ভিড় করছে ।

উৎসাহী বিজয় মাহাত জানান , আমরা এই ধরনের মাছ এই প্রথম দেখলাম । এই মাছ দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছে ।