দিল্লীতে সুবর্ণরৈখিক অববাহিকার ভ্রমণার্থীদের সম্মাননা জানালো দিল্লীর সুবর্ণরৈখিক পরিবার।

0
260

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- দেশের রাজধানীতে তৈরি হলো নতুন ইতিহাস। শুক্রবার সকালে দিল্লির লোটাস টেম্পল এলাকায় উত্তর ভারত বেড়াতে যাওয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সুবর্ণরৈখিক অববাহিকার ৫৮ জন ভ্রমনার্থীদের আপ্যায়ন করার পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করলেন সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা,আমারকার গর্ব”-এর দিল্লী শাখার সদস্য-সদস্যরা। এদিন সকালে ভ্রমনার্থীদের দলটি লোটাস মন্দির এলাকায় পৌঁছালে ফুল,চন্দন দিয়ে তাদের বরণ করেন নেন দিল্লীর সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যরা।ভ্রমানার্থী দলের সর্বাধিনায়কে সুবর্ণরৈখিক এলাকার কৃষি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ “গামছা” দিয়ে বরণ করে নেওয়া হয়। সমস্ত ভ্রমণার্থীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। সুবর্ণরৈখিক পরিবারের সদস্যরা ভ্রমানার্থীদের চা-পানের ব্যবস্থার পাশাপাশি তাদের হাতে কিছু খাদ্য সামগ্রীও তুলে দেন। এদিনের কর্মসূচিতে দিল্লীর সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কমল কুমার রক্ষিত, সহ-সভাপতি চন্দন জানা,সম্পাদক সমীর দন্ডপাট, সহ-সম্পাদক রঞ্জিত পড়িহারী, কোষাধ্যক্ষ প্লাবন ভুঁইয়া,সহ-কোষাধ্যক্ষ
পবন বাসুরী, এডিটর
রাহুল পড়িহারী, সদস্য অরুণ গিরি,নন্দলাল বাসুরী,তাপস বটব্যাল,হরেন বাসুরী সহ অন্যান্য সদস্যরা। দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের এই উদ্যোগকে গ্রুপের পরিচালকদের পক্ষে বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা স্বাগত জানিয়েছে। কর্মসূত্রে দিল্লীতে থাকা নিজেদের এলাকার মানুষজনের কাছ থেকে এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত সমস্ত ভ্রমানার্থীরা।