নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ নদী গর্ভে বিলীন হতে বসেছে বেশ কয়েকটি বাড়ি। এখনো পর্যন্ত নদী গর্ভে তলিয়ে গেছে বহু জমি। বার বার জানানো স্বত্বেও কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এমনই চিত্র ধরা পড়লো আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর পূর্বপাড়া এলাকায়। আশঙ্কায় প্রহর গুনছেন এলাকাবাসীর।জানা গিয়েছে, বহুবার দাবি জানানোর পরেও পাড় বাঁধ দেওয়া হয়নি বীরকিটি নদীতে। ফলে জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর পূর্বপাড়ায় ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়েছে ওই এলাকায় ঢোকার রাস্তা। ভিটেমাটি ছাড়ার আশঙ্কায় রয়েছে বহু পরিবার। ওই বীরকিটি নদীতে বাড়ি তলিয়ে যাওয়ার উপক্রম হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকেই। ওই নদীর পাড়ে বেশ কয়েকটি পরিবারের বসবাস। ভাঙ্গন রোধের কোনও ব্যাবস্থা না থাকায় প্রতিবছর নদীতে বহু কৃষি জমি, গাছ বাগান সহ বাড়ি তলিয়ে যায় নদীতে। গ্রামে ঢোকার রাস্তাটি ছিল নদীর ধারে। সেটিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ফলে ভাঙ্গনের জেরে প্রায় ১৫ টি পরিবারের যাতায়াতের উপায় কার্যত নেই বললেই চলে। কোথাও যেতে হলে ধানের জমি কিংবা অন্যের বাড়ির উঠোন দিয়ে চলাচল করতে হচ্ছে।