আলু বীজ ও সারের কালোবাজারি রুখতে হুগলী জেলার খন্ন্যান হাটতলা থেকে বৈঁচি চৌমাথা পর্যন্ত জয় কিষাণ আন্দোলনের পদযাত্রা।

0
1194

কোলকাতা/পান্ডুয়া, ১৬ অক্টোবর ২০২২: আলু বীজ ও সারের কালোবাজারি অবিলম্বে বন্ধ করা এবং সব ফসলের ন্যায্য মূল্য আইন প্রণয়ন করার দাবিতে আজ জয় কিষাণ আন্দোলনের ডাকে খন্ন্যান জি টি রোড হাটতলা থেকে বৈঁচি জি টি রোড চৌমাথা পর্যন্ত ১৬ কিলোমিটার পদযাত্রায় হাঁটলেন বহু চাষি।

শুরু হচ্ছে আলু চাষের মরশুম। কিন্তু আলু বীজ ও সারের ব্যপক কালোবাজারি দুশ্চিন্তায় ফেলেছে চাষিদের। অসন্তোষ তীব্র হয়েছে চাষিদের মনে। তাঁদের দাবি, অবিলম্বে কালোবাজারির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার। অভিযোগ, প্রশাসনের তরফে কোন পদক্ষেপই নেওয়া হচ্ছে না। কোনো চাষির নিজস্ব জমি রয়েছে, কেউ বা ক্ষেতমজুর। খরচ অত্যাধিক বেড়ে গেলে তাঁদের অনেকেই আর চাষ করতে পারবেন না।

রাজ্যে সার ও বীজ নিয়ে দুর্নীতির অভিযোগ বহুদিনের। কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য থেকেও বঞ্চিত। সারা দেশে কৃষকদের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে জয় কিষাণ আন্দোলন। পশ্চিমবঙ্গেও তারা চাষিদের রুটিরুজি, জল-জমি-জঙ্গলের ওপর অধিকার, ঋণ থেকে মুক্ত হওয়ার লড়াই এবং কর্পোরেট লোভ থেকে খাদ্য উৎপাদন ও বণ্টন ব্যবস্থাকে বাঁচাতে সক্রিয় ভূমিকা পালন করে। আজ তাদের আহ্বানে সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত চলা পদযাত্রায় ফসলের ন্যায্য মূল্য নির্ধারন করতে বিধানসভায় আইন প্রণয়নের দাবিতে সরব হন চাষিরা।

এদিনের পদযাত্রায় হাজির ছিলেন জয় কিষাণ আন্দোলনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রবীর মিশ্র, সংগঠনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি, পান্ডুয়া ব্লক সভাপতি শ্যামলকান্তি সিকদার, পোলবা দাদপুর ব্লক সভাপতি গৌরচন্দ্র দাস, উত্তর দিনাজপুর জেলা সভাপতি শম্ভুলাল রায়, কৃষক আন্দোলনের বিশিষ্ট নেতা বীরেন সাবুই প্রমুখ।

মিডিয়া সেল | জয় কিষাণ আন্দোলন
যোগাযোগ: ৮৩৩৬ ৯৩৯৩৯৩