নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার কেশিয়াপাতা হাইস্কুলে বিজয়া সম্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠানে আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু ,বিধায়ক দেবনাথ হাঁসদা, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু,জেলার কো অডিনেটর অজিত মাহাতো, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী নিয়তি মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সুরজিৎ হাঁসদা, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বলেন আপনারা তৃনমূল কংগ্রেসের লড়াকু সৈনিক। তাই আপনাদের জন্য ভাড়া করা গুজরাট থেকে আশা মানুষেরা গুজরাটের পথ ধরেছে। বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সাঁকরাইল ব্লকের প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যাতে জয়ী হয় সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবেন। সেই সঙ্গে তিনি বলেন আপনারা পান্তা ভাত খাওয়া জঙ্গল মহলের মানুষ ,তাই আপনাদের সঙ্গে বিজেপির ভাড়া করে নিয়ে আসা মানুষেরা কিছুই করতে পারবে না।তাই পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলা থেকে বিজেপি কে শুন্য হাতে ফেরাতে হবে। তাই এখন থেকেই দলীয় নেতাকর্মীদের তিনি পঞ্চায়েত নির্বাচনের জন্য কাজে নেমে পড়ার নির্দেশ দেন। তিনি আরো বলেন যে ঝাড়গ্রাম জেলার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে তা এর আগে কোন মুখ্যমন্ত্রী করেন নি।সেই সঙ্গে তিনি অশান্ত জঙ্গল মহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই জঙ্গল মহলের শান্তি ও উন্নয়ন কে তিনি অব্যাহত রাখার আবেদন জানান। ওই অনুষ্ঠানে দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। দল যে পুরনো কর্মীদের ভুলে যায়নি তা তিনি তার ভাষনে তুলে ধরেন।তিনি বলেন দলের পুরোনো নেতা ও কর্মীরা বিন্দু বিন্দু করে দলকে সিন্ধু তে পরিণত করেছে।তাই তাদের কে যোগ্য সম্মান দেওয়ার জন্য এই অনুষ্ঠানে তাদের কে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।আগামী দিনে ও দল তাদের পাশে থাকবে ,তাদের নির্দেশ মেনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। ওই অনুষ্ঠানে সাঁকরাইল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০০ জন প্রতিনিধি যোগদান করেছিলেন বলে জানালেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত। তিনি বলেন দলের জেলা সভাপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে দলীয় কর্মী ও সমর্থকরা পঞ্চায়েত নির্বাচনের কাজে এখন থেকে ঝাঁপিয়ে পড়বে ।
Home রাজ্য দক্ষিণ বাংলা পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলা থেকে বিজেপিকে শূন্য হাতে ফেরানোর ডাক দিলেন তৃণমূল...