বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে হরিমন্দির ও মুসলিম পাড়ায় রাখী বন্ধন কর্মসূচী।

0
246

আবদুল হাই, বাঁকুড়াঃ তৎকালীন বড়লাট লর্ড কার্জন জাতি ও ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ করার‌ ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রীস্টাব্দের 16ই অক্টোবর প্রথম ‘রাখী বন্ধন’ কর্মসূচী পালন করেন। সম্মিলিত মানুষের প্রচেষ্টায় সেদিন বঙ্গভঙ্গ রদ হয়েছিল। আজ 116 বছর অতিক্রান্ত হওয়ার পরও রাখী বন্ধন কর্মসূচী সমান প্রাসঙ্গিক।
সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করতে আজ বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির ইন্দপুর আঞ্চলিক কমিটি হাটগ্রাম হরিমন্দির ও মুসলিম পাড়ায় রাখী বন্ধন কর্মসূচী পালন করে। উপস্থিত ছিলেন বিখ্যাত শঙ্খ শিল্পী বাবলু নন্দী, সমাজসেবী দেবাশীষ ভদ্র, সৃজীব কুন্ডু, রবিলোচন নন্দী, তুহিন শুভ্র লায়েক, নিমাই ভদ্র, শান্ত দত্ত, প্রশান্ত দত্ত ও পূর্নব্রত লায়েক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।