রবিবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো অগ্র বন্ধুদের সম্মেলন, প্রকাশিত করা হলো তথ্য সমৃদ্ধ পুস্তিকা।

0
208

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রবিবার জলপাইগুড়ি শহরের জোড়া বাতি মোড়ে অবস্থিত শ্রী শ্রী অগ্রসেন মহারাজের পূর্ণবোয় মূর্তিতে মাল্য দানের মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান।
এই উপলক্ষে একটি সুসজ্জিত শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দিনবাজার স্থিত অগ্রসেন ভবনে সমাপ্ত হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে রবিবারের এই বিশেষ পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অগ্র বন্ধুরা।
এই প্রসঙ্গে সমাজের সভাপতি সুশীল কুমার সিংহী বলেন,
আজকে যে বইটি প্রকাশিত হলো তা সমাজের সর্ব স্তরের উপযোগী, এই বইটিতে জলপাইগুড়ি সমন্ধিয় বিভিন্ন তথ্য রয়েছে, যা সাধারণ মানুষের বিশেষ প্রয়োজনে কাজে লাগে।