রানাঘাটের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋত চট্টোপাধ্যায় রানাঘাটের কৃতি কন্যার স্মরণে সঙ্গীত অনুষ্টান অনুষ্টিত হলো রানাঘাট নজরুল মঞ্চে ।

0
246

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋত চট্টোপাধ্যায় রানাঘাটের কৃতি কন্যার স্মরণে সঙ্গীত অনুষ্টান অনুষ্টিত হলো রানাঘাট নজরুল মঞ্চে ।উপস্থিত ছিলেন রানাঘাটের পৌরপতি সহ বিশিষ্ট ব্যক্তি গণ সহ ঋতের সংগীত শিক্ষক বন্ধু সহ বিশিষ্ট শিল্পী গণ রানাঘাটের এই কৃতি কন্যা অকালে সকল কে ছেড়ে চলে গিয়েছিল ।তার মৃত্যু আজও রহস্য মোড়া । বিয়ের তিন মাসের মধ্যে তার অস্বাভাবিক মৃত্যু হয় শ্বশুরবাড়ি হাওড়া শিবপুরে ।দীর্ঘ 15 বছর ধরে আইনি সুবিচারের আশায় অপেক্ষমান বাবা গৌতম চট্টোপাধ্যায় ও মা ঝর্ণা চট্টোপাধ্যায় । তার মেয়ের এমন করুন পরিস্থিতি মেনে নিতে পারেন না । রবিবার সন্ধ্যায় মেয়ের স্মরণে এই সঙ্গীত অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিলেন ।