পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে রাজ্যব্যাপী শুরু হয়েছিল বৃত্তি পরীক্ষা। গত ১২ই অক্টোবর থেকে শুরু হয় সোমবার ছিল শেষ দিন। প্রাথমিক স্তরে এই পরীক্ষা নেওয়া হয় মোট পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়।বাংলা, অংক, ইংরেজি, সমাজ বিজ্ঞান ও বিজ্ঞান, এই বিষয়ের ওপর পরীক্ষা চলে।সারা রাজ্যে মোট ১ লক্ষ ৫২ হাজার ২০৪ জন পরীক্ষা দিচ্ছে।এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় মোট 333 টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ৪৫৩ জন।আজ সোমবার রাজ্যের বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত ক্ষেত্রহাট হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র ছিল। মোটের উপর নির্বিঘ্নেই শেষ হলো বৃত্তি পরীক্ষা। সব মিলিয়ে রীতিমত খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরাও।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে রাজ্যব্যাপী শুরু হয়েছিল বৃত্তি পরীক্ষা শেষ হলো...