আবদুল হাই, বাঁকুড়াঃ পাহাড়িয়া চিতি উদ্ধার হল বাঁকুড়া জেলার তালডাংরার হলোগ্ৰাম এলাকায়। গতকাল রাত্রি নটা নাগাদ বিশালাকার পাহাড়িয়া চিতি সাপ উদ্ধার কে কেন্দ্র করে আশেপাশের এলাকার মানুষ ভিড় জমায়। সাথে সাথে বন দফতরে খবর দেওয়া হয়।আর এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরে কর্মীরা।ঐ এলাকা থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্তারা। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পরে জঙ্গলে দেওয়া হয়েছে।