শেষ রক্তবিন্দু দিয়ে দেশের অখণ্ডটাকে রক্ষার বার্তা সম্ভাবনা মঞ্চের।

0
225

মহম্মদবাজার, সেখ ওলি মহম্মদঃ- শান্তি সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার্থে সম্ভাবনা মঞ্চ অনুষ্ঠিত হয় বীরভূম জেলার মোহাম্মদবাজারে। বীরভূম জেলা জমিয়ত এ উলামায়ে হিন্দের পক্ষ হইতে রবিবার সম্ভাবনা মঞ্চের আয়োজন অনুষ্ঠিত হয় মোহাম্মদবাজার কমিউনিটি প্রেক্ষাগৃহে। রাজনীতি ও ধর্ম ব্যবসায়ীদের দাপটে ভারতবর্ষের এক জাতি, এক প্রাণ ও একতার যে মূল সুর তা বাধা প্রাপ্ত হচ্ছে। প্রতিবেশীর প্রতি অন্তরের প্রেম বন্ধন ক্রমশ আলগা হচ্ছে। আজ ঘরের পাশে শকুনি বাসা বেধেছে। এতকাল আমাদের জাতীয় জীবনের ভিত্তি ছিল পারস্পরিক সহযোগিতা। বর্তমানে শুধু অবিশ্বাস আর হিংসার আধিপত্য। ধর্ম ও রাজনীতির নামে ছোট ছোট গন্ডি রচনা করে পরস্পর হানাহানিতে ব্যস্ত। বিক্ষোভ ও বিদ্বেষ, দ্বন্দ্ব ও সংঘাতে আমাদের সংস্কৃতি আজ ক্ষতবিক্ষত। জাতির এই সংকটকালে চায় প্রকৃত মানব ধর্মের জাগরণ বলে এদিনের সভায় উপস্থিত অতিথিগণ পরস্পর অভিমত ব্যক্ত করেন। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতি মৌলানা আনিসুর রহমান, বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সম্পাদিকা তথা সমাজসেবী মনীষা ব্যানার্জি, কৃষ্ণ চন্দ্র কোনাই, সংহতি মহ্ফিলের সম্পাদক রুহুল আমিন, মহম্মদবাজার বড় মসজিদের ইমাম আল্লামা মৌলানা কামরুজজামা, বিশিষ্ট শিক্ষক তথা আদিবাসী ধর্মগুরু বকুল মুর্মু, কাঁইজুলি হেমচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ ব্যানার্জি, আইনজীবী রফিউল হক, মুক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবী মরিয়ম খাতুন, বিশিষ্ট সমাজসেবী তথা মহম্মদবাজার মহিলা সংগঠনের নেত্রী বিশ্বরূপা সরকার, মহম্মদবাজার ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক মৌলানা জামসেদ, সভাপতি মৌলানা নুরুল হাসান, সদস্য মৌলানা জাহিদ হোসেন, মুফতি ফজ্লুল হক, মৌলানা আবদুর রহমান, মৌলানা জ্মির উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।