হরিজন সম্প্রদায়ের কিশোররা তৈরী করছে পাহাড়, যা তৈরীর উপকরণ মাটি আর ঘাস।

0
216

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কয়েক জন কিশোরদের পাহাড় তৈরীর ব্যাস্ততা তুঙ্গে।মাটি ঘাষ দিয়ে তৈরী পাহার করেই তারাখুশি ।আর সেই অল্প আনন্দর জন্য রোজ ই অল্প করে তৈরি করছে পাহাড় । আধুনিকতার ছুয়া এখন সব জায়গায়। আধুনিক সময়ে ফাইভ জি মোবাইলের সাথে কম্পিউটার বা ল্যাপটপ এখন বলতে গেলে সবার কাছেই আছে। কিন্তু যাদের এই সমস্ত আধুনিক মাধ্যম গুলো নেই তারা নিজেদেরকে সামান্য আনন্দর মধ্যে সিমা বদ্ধ রেখেছে। জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের হরিজন সম্প্রদায়ের ছোট ছোট কিশোর রা তৈরি করছে শ্যামা পুজো উপলক্ষে পাহাড়।রোজ ই মাটি, ঘাস,বাশ দিয়ে তৈরী করছে পাহাড়‌।সেই পাহাড় তৈরী করাতে তারা দারুন ভাবে খুশি। কয়েক জন একসাথে হয়ে পাহাড় তৈরীতে ব্যস্ত রয়েছে।কেই মাটি আনছে আবার কেউ বাঁশ কাটছে ।