নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে দ্বিতীয় বর্ষ নকআউট নৈশ ফুটবল টুর্নামেন্টের শুভরাম্ভ হলো সোমবার সন্ধ্যায়। জানা গিয়েছে, ফলাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার ছিলেন ফালাকাটা ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার, জটেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল নার্জিনারী,বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় দাস সহ অনেকেই।ওই নৈশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৯ শে অক্টোবর।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের জটেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে দ্বিতীয় বর্ষ নকআউট নৈশ ফুটবল টুর্নামেন্টের...