মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- কালীপুজোর আগে বিশাল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি।মালদহের চাঁচলের পোদ্দারপাড়া এলাকার ঘটনা। মঙ্গলবার দুপুরে
ধৃত ব্যক্তিকে মহকুমা আদালতে পেশ পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাচলের পোদ্দারপাড়া এলাকার বাসিন্দা ভবেশ ঘোষ দিওয়ালী উপলক্ষে নিজের বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি মজুদ করে রেখেছিল। বাড়ি থেকেই সে তার ব্যবসা চালাচ্ছিল। পুলিশ গোপন সূত্র খবরের ভিত্তিতে তার বাড়িতে হানা দিলে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। ঘটনায় ধৃত ব্যক্তি ভবেশ ঘোষ কে গ্রেফতার করে চাচল থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানাই, লংকা ফটকা, চকলেট বোম, তুবড়ি সহ আরো বেশ কিছু অত্যাধুনিক শব্দ বাজি উদ্ধার হয়েছে যেগুলি সরকারিভাবে ভাবে নিষিদ্ধ। সম্প্রতি কালীপুজোয় বাজি পোড়ানোয় লাগাম টানার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। দীপাবলি উৎসবের আগে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘ধর্ম যার যার, উৎসব সবার। কালী পুজো থেকে ছট পুজো, সমস্ত পুজোই সকলের।