ঐতিহ্যবাহী লৌকিক উৎসব ডাক সংক্রান্তি বা নলপোতা ইন্দাসে।

0
281

আবদুল হাই, বাঁকুড়াঃ কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাংলায় বহুকাল ধরে পালিত হয় ডাক সংক্রান্তি বা নলপোতা।আজও অক্ষত রয়েছে এই লৌকিক উৎসব।এদিন সেই চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়। সকাল হতেই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া দশরথবাটি গ্ৰামের মানুষেরা হলুদ, তালের শাঁস,কচু আপাং গাছের পাতা সহ অন্যান্য সামগ্রী নিয়ে বেটে মন্ড তৈরি করে মানকচুপাতায় মুড়ে স্বর কাঠিতে সেলাই করে নল তৈরি করতে বস্ত্য।নল তৈরি করার পরেই কেউ শারকুড়ে কেউ বাড়িতে নলের পুজো করে। তারপর কৃষকেরা ঐ নল নিয়ে ধানক্ষেতে পোঁতে।সাধারণত এই উৎসব কৃষকদের। প্রাচীনকাল থেকেই ডাক সংক্রান্তি বা নলপোতা উৎসব হয়ে আসছে বাংলার ঘরে ঘরে। প্রতি বছর আশ্বিন মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়। এই সময় ধানক্ষেতে ফুল ধরা সবুজ গাছকে গর্ভবতী মা হিসেবে পুজো করা হয়।ধন সম্পদের লক্ষী দেবীর পুজো করা হয়। এই উৎসব এই সময় হওয়ার কারণ হল ধানের ফলন যাতে ভালো হয় তার প্রার্থনার্থে এই লোক সংস্কৃতির প্রচলন।