নিজস্ব সংবাদদাতা, মালদা:- দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর হলো। মোদি সরকার আজাদীকা মহোৎসব পালন করছে। কিন্তু আজকের দিনেও ভারতের মুদ্রাস্ফীতি নিম্নমুখী। বিশ্ব ক্ষুধা সূচক সমীক্ষায় পাকিস্তান, বাংলাদেশের পিছনে ১০৭ নম্বরে ভারত। তাহলে এটা কি রকমের আজাদীকা মহোৎসব। তার জবাব দিতে পারবে না কেন্দ্রের এই বিজেপি সরকার। মঙ্গলবার মালদা থেকে দক্ষিণ দিনাজপুরে যাওয়ার পথে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এভাবে কড়া সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের উত্তরবঙ্গ এবং ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক রাজিব ব্যানার্জি ।
মঙ্গলবার দুপুরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন রাজ্য তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। দক্ষিণ দিনাজপুরের হিলিতে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে যোগ দিতে যান প্রাক্তন মন্ত্রী রাজিব ব্যানার্জি। তার আগে মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময় রাজ্য তৃণমূল নেতা রাজীব ব্যানার্জিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। মালদার তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ ক্রীড়া পরিষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা।