রায়গঞ্জের বোগ্রামে 15 ফুট গভীর কুয়ো থেকে তিনটি সাপ উদ্ধার।

0
340

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আজ বোগ্রামে ঝন্টু শীলের বাড়ির একটি সোক পিট থেকে দুটি বড় বড় গোখরো সাপ এবং একটি বড় দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বেশ কিছু দিন ধরে সাপ গুলি সেখানে পড়ে ছিল, আজকে বাড়ির লোকজন সেই সাপ গুলিকে সেখানে পড়ে থাকতে দেখে । তারপর সাপগুলিকে উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পীপল ফর এনিম্যালস এর অফিসে। খবর পেয়ে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া এবং নিবারন দেবনাথ সেখানে গিয়ে বাঁশ ও দড়ির সাহায্যে সাপগুলিকে উদ্ধার করে। উদ্ধার করা সমস্ত সাপগুলোকে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। এছাড়াও আজকে উদয়পুরের ছবি লাল দেবনাথ এর বাড়ি থেকে একটি 6 ফুটের দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করার পর জনগণকে সচেতন করা হয় যে সাপ কামড় দিলে তারা যেন ওঝা গুনিনের কাছে না গিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য। কারন ওঝা গুনিনের কাছে গেলে রুগীর জীবন বিপন্ন হতে পারে । সাপে কামড়ের চিকিৎসা একমাত্র সরকারি হাসপাতালেই হয়।