অবহেলিত গাঁ – বেহাল রাস্তা, সংস্কারের দাবী।

0
340

মুর্শিদাবাদ, দিলীপ রয়:- গৌরীনগর ও রাধানগর গ্রাম । মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলাই অঞ্চলের অন্তর্গত এই গৌরীনগর ও রাধানগর গ্রাম । অনুন্নত এই গাঁয়ে দীর্ঘদিন ধরে তপশীলি মানুষের বসবাস । ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার সময় গৌরীনগর ও রাধানগর গ্রামবাসীর পূর্ব পুরুষদের ভিটেমাটি ছেড়ে নিঃস্ব ও ছিন্নমূল হয়ে এদেশে ঠাঁই নিয়ে গড়ে তুলেছিলেন গৌরীনগর গ্রাম এবং পরবর্তীতে রাধানগর গ্রাম । মাথা গোঁজার ঠাঁই অতো সহজে ঘটেনি । নিঃসম্বল মানুষের অভিজ্ঞতা অতো মধুর নয় । এলাকাটা তখন ঘন জঙ্গলে ঘেরা । হিংস্র জন্তু-জানোয়ারের বসবাস । স্থানীয় মানুষদের গৃহপালিত পশু অর্থাৎ গরু, মহিষ, বাছুর, ইত্যাদির বিচরণ-স্থল ছিল ঐ জঙ্গল । সেখানে জঙ্গল কেটে গড়ে উঠল গৌরীনগর গ্রাম । প্রথমে তাল পাতার ছাউনির ঘর । তারপর ধীরে ধীরে মানুষের স্থায়ী বসবাস । গ্রামটির পূর্বদিকে “বাবলা” নদী । ময়ূরাক্ষী নদী ও ভাগীরথী গঙ্গার শাখা নদী । নদী ভরা থাকে সর্বক্ষণ, আর তেমনি স্রোত । নদী পার হয়ে এক কিলোমিটার পথ হাঁটলে তবেই বাজারসৌ স্টেশনের দেখা মেলে । রেল যোগাযোগ এলাকাবাসীর একমাত্র যোগাযোগের মাধ্যম । সড়ক পথ আছে বটে, কিন্তু গঙ্গা ও বাবলা নদীর উপর ব্রিজ না থাকায় বাসের যোগাযোগ ঐ বাজার-হাট পর্যন্ত । কলকাতার সঙ্গে যোগাযোগের মাধ্যম একমাত্র রেলপথ ।
গৌরীনগর গ্রামে বর্তমানে যে কোনো নির্বাচনের সময় ভোটারদের ভোট প্রয়োগের জন্য একটা বুথ । সুতরাং লোকসংখ্যা নেহাত কম নয় । গ্রামে “নেই’য়ের” তালিকা বড্ড বড় । গ্রামে পোস্ট অফিস নেই । কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই । মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল । যাদের জমি-জায়গা নেই, তারা পরের জমিতে জন (মুনিষ) খেটে সংসার চালান । আর্থিক অনটন তাঁদের বারোমাস্যা । দরিদ্রতা ও অবহেলিত যোগাযোগ ব্যবস্থার কারণে গ্রামে শিক্ষার হার দূরবীন দিয়ে দেখার মতো । যদিও নিজেদের জেদের কারণে দুই-একজন শিক্ষিতের দেখা মেলে, কিন্তু তাদের কপালে সরকারি চাকরি অধরা । স্বাধীনতার ৭৫ বছর পরেও গৌরীনগরের মতো একটি বর্ধিষ্ণু গ্রামের রাস্তা অবহেলিত । বর্ষাকালে এক হাঁটু কাদা । সম্ভবত দশ বছর আগে একবার মোড়ামের ব্যবস্থা হয়েছিল বটে, কিন্তু সেই মোরামের অবস্থা তথৈবচ । রাস্তা দিয়ে হাঁটা-চলা খুবই কষ্টসাধ্য । আমরা জানি, ভারত সরকারের প্রধান মন্ত্রীর সড়ক যোজনা প্রকল্প চালু অথচ তার ছিটেফোঁটার গন্ধ গৌরীনগর গ্রাম থেকে শত যোজন দূরে । বয়স্ক মানুষের চলাফেরায় হোঁচট খাওয়া, এখন গা-সওয়া । এহেন রাস্তার পরিস্থিতির উন্নয়ন চেয়ে গ্রামবাসীরা জেলা প্রশাসনের কাছে সত্বর পাকা রাস্তার দাবি জানিয়েছেন । আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রামবাসীদের দাবি অযৌক্তিক নয়, বরং বলা ভাল তাঁদের ন্যায্য দাবি ।
দিলীপ রায় (৯৪৩৩৪৬২৮৫৪)
( গৌরীনগর গ্রামে জন্ম )