এবারও মাদক পাচারকারীদের ধরতে বড়সড় সাফল্য পেল বৈষ্ণবনগর থানা পুলিশ।

0
200

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মূলত মাদক কারবারিরা বৈষ্ণবনগরের বিভিন্ন সরক এবং বৈষ্ণবনগর থানা এলাকার মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়ককে মাদক পাচারের করিডর হিসেবে ব্যবহার করে ।
মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েও অসংখ্য মাদক পাচারকারী । এবারও মাদক পাচারকারীদের ধরতে বড়সড় সাফল্য পেল বৈষ্ণবনগর থানা পুলিশ।
আজ সন্ধ্যা নাগাদ বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে দুই মাদক পাচারকারী মাদক নিয়ে নীল রঙের অ্যাপাচি বাইকে করে সাহাবানচকের দিক থেকে বৈষ্ণবনগর বাজারের দিকে আসছে।
সেই মোতাবেক বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল সাদা পোশাকে বৈষ্ণবনগর গার্লস স্কুলের কাছে ও‌ৎ পেতে বসেছিল ।
সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ওই দুই যুবক WB66AG4436 নম্বর প্লেট লাগানো একটি বাইকে করে আসতেই তাদের আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশের দলটি ।
তল্লাশি নিতেই বেরিয়ে পড়ে দুইটি থলিতে থাকা মাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই যুবকের নাম রবিউল মিঞা এবং রুবেল ইসলাম ।
উভয়ের বাড়িই বৈষ্ণবনগর থানার অন্তর্গত ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তোক্কিটোলা গ্রামে ।
তাদের কাছ থেকে মোট ১৯১ গ্রাম মাদক উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানা গেছে ।
যদিও ভগবানপুর এলাকাতে পুলিশের হাতে আটক হওয়া ওই দুই ব্যক্তিরা কুখ্যাত অপরাধী হিসেবেই পরিচিত বলে জানান স্থানীয়রা ।
ইতিমধ্যেই পুলিশ ওই দুই আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছে।
উল্লেখ্য, এবছরের‌ই আগস্ট মাসের ২৭তারিখ বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে মজমপুর এলাকার এক কুখ্যাত অপরাধীকে প্রায় ৮২৮ গ্রাম মাদকসহ আটক করে ।