ক্ষুদ্র চা-চাষিদের আর‌ও বেশি সুবিধা দিতে পাঁচটি ওয়েদার স্টেশন বসানো হচ্ছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা‌য়।

0
251

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- স্মার্ট অ্যাগ্রি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যে‌ই জলপাইগুড়ি ও কোচবিহার জেলা‌য় তিনটি ওয়েদার স্টেশন বসানো হয়েছে বলে জানান জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী। তিনি জানান, এই ওয়েদার স্টেশনের মাধ্যমে সূর্যের তাপমাত্রা, আদ্রতা, বাতাসের গতি, মাটির তাপমাত্রা সহ বিভিন্ন বিষয়গুলো জানানো সম্ভব হবে। এতে ক্ষুদ্র চা-চাষিদের চা-চাষে র ক্ষেত্রে খরচ অনেক কম হবে। এই প্রকল্পকে দীপাবলি‌র সেরা উপহার বলে জানান তিনি। মোবাইল অ্যাপের সহায়তায় সমস্ত বিষয়গুলো জানতে পারবেন চা-চাষিরা। এই প্রকল্পের মাধ্যমে সব মিলিয়ে পঁচিশ হাজার ক্ষুদ্র চা-চাষি উপকৃত হবে‌ন।