নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার রানাঘাট ১ নং ব্লক্বের আইশতলা রামনগর চৌমাথা মোড়ে আজ এক বিজয়া সন্মেলনী আয়োজিত হল তৃনমুল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী,মেন্টর বানী রায়,দীপক বসু,জেলা সভাপতি দেবাশীষ গাংগুলী সহ অন্যন্যন,নেতৃত্ব। এদিন রানাঘাট ৩৪ নং জাতীয় সড়ক ধরে কিছুটা দূর থেকে হেটে আসেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস কুমার ভুইয়া।এদিন এই বিজয়া সন্মেলনীর মাধ্যমে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প ছাড়াও কটাক্ষ করেন তৃনমুল নেতা নেত্রী মহদয়।দ্রব্য মুল্য বৃদ্ধি সহ একাধিক দাবীতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার এবং সাধারন মানুষকে হয়রানী করছেন তারা।