উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আন্সোল টিকিটে পুরস্কার এমনই অভিযোগ করছে ক্রেতারা। সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ দীর্ঘদিন ধরে আন্সোল টিকিটে পুরষ্কার। লটারি কোম্পানি কোম্পানিগুলোর সত্যিই খুব ভাগ্যবান যে সব টিকিট আনসোল হয় সেসব টিকিটে পুরষ্কার হয়।এমনই অভিযোগ করছেন লটারি ক্রেতারা। লটারিতে প্রচুর সাধারণ মানুষের প্রচুর টাকা যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু কোম্পানিগুলির কোন ঠিকানা নেই আজও তারা নিজের ব্যবসা শুধুমাত্র গুটানোর চিন্তাভাবনা করছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতিদিন এভাবেই চলছে তা একটি টিকিটে পুরষ্কার হয়না। দীর্ঘদিন ধরে। তারা বলছে লটারি কাটা বন্ধ করুন। নাগাল্যান্ড ডিয়ার লটারি বড় চিটফান্ড। আন্সোল টিকিটে প্রাইজ ফিক্সট করে রাখছে, প্রতারণা করছে ক্রেতাদের।তাই একদিকে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী সোনারবাংলা তৈরি করছে তারা মনে করছে আরেক দিকে যেন লটারি বাংলায় পরিণত হচ্ছে। ভাইপো কোটি কোটি টাকা তুলছে আর সাধারন মানুষ লটারি পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে