প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ঘটনাটি ঘটে চাটগাল থানা অন্তর্গত মানিকপুর এলাকায়। গত ১৭ তারিখে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে বেলতলার দিকে যাচ্ছিলেন 32 বছরের সুশান্ত সরদার ও তার বন্ধু। পিছন থেকে একটা মোটরসাইকেল এসে সজরে ধাক্কা মারে ছিটকে যায় সুশান্ত, তার মাথায় ভারী চোট লাগে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয় ডাক্তারবাবু ৭২ ঘন্টা সময় দেন কোন হুঁশ ছিল না সুশান্তের। বছর দুয়েক আগে বিয়ে হয়েছে তারা মাত্র পাঁচ মাসের একটি কন্যা সন্তান আছে। বাঙালি বাড়ি কাজ করা একমাত্র বাড়ি রোজগেরের এইভাবে মর্মান্তিক ঘটনায় শোকে বিহুবল হয়ে যায় গোটা পরিবার। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে তিন দিনের পর আত্মসমর্পণ করল সুশান্ত। আর বাড়ি ফিরে আসা হলো না তার। বাড়ি পরিবার সকলেই তার মৃত্যুর জন্য যে দায়ী অর্থাৎ ওই মোটরসাইকেল আরোহীর গুরুতর শাস্তি চাই সবাই। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শান্ত স্বভাবের সুশান্তের এইরকম মর্মান্তিক মৃত্যুকে কেউ মেনে নিতে পারছে না। মোটরসাইকেলটি সাঁকরাইল থানার প্রশাসন আটক করেছে এবং মোটরসাইকেল আরোহী বর্তমানে অসুস্থতার জন্য নার্সিং হো ভর্তি আছেন এমনই সূত্রের খবর।