বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেত্রী সহ ৫০ জন।

0
395

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত সরগরম হচ্ছে রাজনীতির বাতাবরণ। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ভাঙন শুরু হল বিজেপিতে। এরই মধ্যে এবার বীরভূম জেলায় দলবদলের হিড়িক। তাই দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্রের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুবরাজপুর ব্লক ‘এ’ মণ্ডলীর সাধারণ সম্পাদিকা দেবযানী হালদার। শুধু তিনি নন, আরও ৫০ জন বিজেপি কর্মীও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে উন্নয়ন। সেই উন্নয়নে সামিল হতেই কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান দেবযানী হালদার। তিনি আরও জানান, আমি গ্রামে গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বুঝতে পারি আমার রাস্তা ভুল ছিল, এটাই সঠিক রাস্তা। অন্যদিকে দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র জানান, উনি বিজেপিতে থেকে দলে কোনো করতে পারছিলেন না। উনি একজন কাজের মানুষ। বিজেপি তো কোনো কাজই করে না। তাই তিনি আমাদের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, সহ সভাপতি স্বপন মণ্ডল, কর্মাধ্যক্ষ রফিউল খাঁন সহ আরও অনেকে।