সার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠলো জলপাইগুড়িতে।

0
324

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বর্ষা বিদায় নিতেই বেড়েছে কৃষি কাজের ব্যাস্ততা, আর এই কাজে কৃষকদের মূল ভরসা রাসায়নিক সার।
তবে সেই সার নিয়ে কালোবাজারির অভিযোগ নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ এস ইউ সি আই দলের কৃষক সংগঠন কৃষক সংগ্রাম কমিটি।
বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি জেলা প্রশাসনের গোচরে আনেন বিষয়টি।
এর পরেই সংগঠনের পক্ষে হরিভক্ত সরকার বলেন। প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই সমস্ত সার বিক্রেতা, ডিলার দের নিয়ে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনো উপায়ে কৃষকদের কে সারের বস্তার গায়ে মুদ্রিত দামই নিতে হবে।