নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবারের দীপাবলিতে আবার রমরমা বাড়ছে প্রদীপের। এবার দীপাবলি সেজে উঠবে প্রদীপের আলোয়। যদিও সেই প্রদীপে এসেছে অভিনবত্ব। তেলের জায়গায় প্রদীপ জ্বলবে জলের সাহায্যে। ফলাকাটার বাজারে বিক্রি হচ্ছে এই ‘জল প্রদীপ’। সামান্য জল দিলেই জ্বলে উঠছে প্রদীপ। বাজারে আসতেই দেদারে বিক্রি হচ্ছে সেই প্রদীপ গুলি। ব্যবসায়ীদের দাবি, আসলে বিজ্ঞানের বিশেষ ফর্মুলা মেনে এই প্রদীপ জ্বালানো হচ্ছে। ফাইবার দিয়ে তৈরি হয়েছে এই প্রদীপ। সলতের মুখটা যেখানে থাকে সেখানে রয়েছে একটি এলইডি ল্যাম্প। প্রদীপের সঙ্গে একটি ব্যাটারি ও সার্কিট রাখা আছে। আর যেখানে প্রদীপের তেল দেওয়া থাকে সেখানে রাখা হয়েছে একটি স্ক্রু। এদিকে তার উপর জল রাখলেই বিদ্যুৎ সংবহনের ফর্মুলা মেনে তৈরি হচ্ছে। আর তার জেরে জ্বলে উঠছে এই প্রদীপ। দাম মাত্র ৩০ টাকার মধ্যেই পাওয়া যাবে এই প্রদীপ। তবে এই প্রদীপ নেভানোর জন্য আলাদা কোনও সুইচ নেই। জল ফেলে দিলেই সার্কিট অফ। আর ঝুপ করে নিভে যাবে আপনার সাধের জল প্রদীপ। এবার দেওয়ালির আলোর উৎসবে একেবারে হট আইটেম জল প্রদীপ।