চাকরিপ্রার্থী‌দের ওপর পুলিশি অত‍্যাচারের ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন শুরু করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস নেতৃত্ব।

0
436

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরের থানা মোড়ে মিছিল করে এসে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। করুণাময়ীর ঘটনা নিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করে এসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার গেটের সামনে চলে কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন তারা।
এই আন্দোলনে নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। দলের শতাধিক নেতা কর্মীদের নিয়ে এই আন্দোলনে সামিল হন তিনি। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, করুণাময়ীতে মধ‍্যরাতে চাকরিপ্রার্থী‌দের ওপর পুলিশি বর্বরতা ও অত‍্যাচারের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। পুলিশের এই বর্বরতার বিরুদ্ধেই রাস্তায় নেমে‌ছি আমরা।