বছর সাতেকের এক বালক, এক নিমেষে সাবাড় ২ কিলো চালের ভাত সহ ১৫০ পিস রসগোল্লা।

0
185

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়ার জেলার
ওন্দা বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম পুনিশোল সেই গ্রামেই দেখা মিললো এক বিস্ময় বালকের।ওই গ্রামের বনো পাড়ার বাসিন্দা মহম্মদ মোজ্জাফের মল্লিকের সন্তান মহম্মদ রেহান মল্লিক, বয়স সাত। গত ১৫ মাস ধরে বাঁধে বিপত্তি এক নিমেষে দেড় কিলো চালের ভাত, ১৫০ পিস রসগোল্লা, ২০-২৫ রুটি এক নিমেষে সাবাড় করে ফেলছে,এমনটাই ভাইরাল হয়েছিল সোস্যাল মিডিয়ায়। ঠিক সময় খাবার না পেলে শুরু হচ্ছে হুম্বি তুম্বি। এমনকি বাড়িতে যারা তাকে দেখতে আসছে খাবার না নিয়ে এলে সঠাং আক্রমন। বাধ্য হয়ে তার পরিবারের লোক তার পায়ে শেকল পরিয়ে রেখেছে,নইলে তার ওপর চড়াও হচ্ছে এই সাত বছরের রেহান। রেহানের এই ধরনের কার্যকলাপে চক্ষুচড়কগাছ গ্রামবাসীদের। তার পরিবারের লোকজন গ্রামবাসীর সহায়তায় দ্বারস্থ হয় ডাক্তারের ডাক্তার সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করে জানায় হরমোনের ভারসাম্যের জন্য এই বিপত্তি। মোজ্জাফের বাবু পেশায় একজন ফেরিওয়ালা,দিন আনা দিন খাওয়া সংসার। নিজেদের পেটের ভাত জোগাড় করতেই থাকে হিমশিম খেতে হয়,সেখানে তার সাতবছরের পুত্রে এই কান্ড কারখানা তার কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এখন ছেলেকে বাইরে নিয়ে গিয়ে উন্নত মানের হরমোনের চিকিৎসার প্রয়োজন আছে এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা, কিন্তু বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো মোজ্জাফের বাবুর কাছে এখন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।তার ছেলের উন্নতমানের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন,কারণ তার পক্ষে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দুঃসাধ্য ব্যাপার।

বাঁকুড়ায় প্রান্তিক গ্রামে আরেক নটু বাবুর দেখা মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে গেছে এলাকা জুড়ে, পরিবার চাইছে সাহায্যে