কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাতে সল্টলেকে বিক্ষোভরত টেট উত্তীর্ণদের জোরপূর্বক সরিয়ে দেয় বিধাননগর থানার পুলিশ। গোটা ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠে যায় পুলিশের ভূমিকা নিয়ে। চাঞ্চল্য ছড়িয়ে পরে রাজনৈতিক মহলেও। এই ঘটনার প্রতিবাদে কোচবিহার দাস ব্রাদার্স মোড়ে বিক্ষোভ দেখান ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটি। এদিন তারা কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে দাস ব্রাদার্স মোড়ে গিয়ে বিক্ষোভ সেখান তারা। এদিন সেখানে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য প্রাঞ্জল মিত্র, জেলা কমিটির সদস্য সৌমজিৎ দাস, হাসিম আল রাব্বানী, সাব্বির সাব্বির আলম সহ আরও অনেকে।
এসএফআইয়ের দাবি,গতকাল রাতের অন্ধকারে চাকরিপ্রার্থীদের উপর পারমানবিক অত্যাচারের প্রতিবাদ দাস ব্রাদার্স চৌপথিতে বিক্ষোভ দেখালো ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটি। বিক্ষোভের সাথে সাথে এদিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ছুড়ে দেন ছাত্রসমাজ। একেবারে হুঁশিয়ারি দিয়ে যদি সরকার তার ভূমিকা পালন করে তবে তাদের পতন নিশ্চিত হবে বলে জানিয়েছেন ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য প্রাঞ্জল মিত্র।
উল্লেখ্য, প্রায় ৮৪ ঘণ্টা ধরে অবস্থান এবং অনশন চালাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ অবিলম্বে নিয়োগের দাবিতে গত তিন দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। মধ্যরাতেই অভিযানে মানে পুলিশ। কার্যত ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলন। জোর করে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী৷ এর প্রতিবাদেই সরব হন বিরোধী দলের নেতা নেত্রীরা৷ আজ গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি।