নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- গ্রামবাসীদের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের কেচন্দা গ্রামে রাস্তা তৈরীর কাজ করা হয়। স্থানীয় প্রধান থেকে প্রশাসনের সর্বস্তরে জানানো সত্ত্বেও কেচন্দা গ্রামের রাস্তাটি তৈরির কোন উদ্যোগ করা হয়নি। যার ফলে এক হাঁটু জল পেরিয়ে বর্ষা কালে গ্রামবাসীদের যাতায়াত করতে হয়। তাই গ্রামবাসীরা চরম সমস্যার মধ্যে পড়েন। সেই জন্য নিজেদের শ্রম ও অর্থ দিয়ে গ্রামবাসীরা নিজেদের যাতায়াতের জন্য রাস্তা তৈরি করে নজির সৃষ্টি করেছেন। রাস্তার পাশাপাশি ওই গ্রামে পানীয় জলের ও সমস্যা রয়েছে। সে ব্যাপারেও প্রশাসন কোন উদ্যোগী হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। যার ফলে ওই গ্রামের গ্রামবাসীরা স্থানীয় প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে ওই গ্রামের গ্রামবাসীরা বলেন দীর্ঘদিন ধরে রাস্তা টি তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনের দরজায় গিয়ে আবেদন করেছি।কিন্তু তাতে কোন কাজ হয় নি।তাই নিজেদের যাতায়াত করার জন্য নিজেরাই অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে রাস্তা তৈরি করেছেন।যার ফলে ওই গ্রামের দীর্ঘদিনের রাস্তার যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করলেন ওই গ্রামের গ্রাম বাসীরা।