নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-জেলায় এই প্রথম অনুষ্ঠিত হল আতশবাজির বাজার। মালদা কলেজ ময়দানে, প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বাজি বাজারের।
শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে মালদা কলেজ ময়দানে বাজি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, শাহ কুমার অমিত, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ড, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য ব্যবসায়ীরা।
২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত খোলা থাকবে বাজি বাজার। জেলার প্রায় ৫০ জন বাজি ব্যবসায়ীরা স্টল নেন বাজি বাজারে।
বাজি বাজারের বাইরে কেউ বাজি বিক্রি করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। খুচরো এবং পাইকারি দরে বিক্রি হবে দূষণমুক্ত বাজি।