ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে,দলীয় কার্যালয় ভাঙচুর সহ আহত ৬ তৃণমূল কর্মী, উত্তেজনা নবকোলা এলাকায়।

0
297

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে,দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আহত ৬ তৃণমূল কর্মী, ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায়,সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে তৃণমূলের এক গোষ্ঠীর লোকজনের দলীয় কার্যালয়ে বসে ছিলেন, সেই সময় অপর এক গোষ্ঠীর লোকজনের অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ, ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছে ৬ জন, মধ্যে বেশ কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে, ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, শনিবার সকাল থেকেই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।