কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বাজার দাপিয়ে বেড়াচ্ছে চীনা টুনি। হাতে মাত্র ১ টা দিন। তারপরই আলোর উৎসবে মাতবে গোটা রাজ্য তথা রাজার শহর কোচবিহার। দীপাবলি মানেই রংবেরঙের আলো আর আতশ বাজি। আলোর উৎসবকে কেন্দ্র করে প্রদীপ মোমবাতি জ্বালানোর রীতি বহু পুরনো। সাধ্যমত প্রত্যেকেই বাড়িতে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে আলোর উৎসব পালন করে থাকেন। তাই দীপাবলির আগে সব বাজারে চাহিদা বাড়ত মোমবাতি এবং মাটির প্রদীপের। নানান আকৃতির রং রংবেরঙের মোমবাতিতে বাজার ছেয়ে যেত। বর্তমান পরিস্থিতিতে চীনা টুনির দাপটে বাজার হারিয়েছে মোমবাতি। মোমবাতি প্রদীপের বাজার দখল করেছে রং বেরঙের চীনা টুনি। এমনিতেই গত দু’বছর করোনার দাপটে বিক্রি ছিল না। এবছর সেই ভয় না থাকলেও চাহিদা নেই মোমবাতির। কারণ মোমবাতির আদলে খুব কম দামে পাওয়া যাচ্ছে চিনা টুনি। কারণ মোমবাতির প্রতি মানুষের ঝোঁক আর নেই। পরিবর্তে অধিকাংশই রং রংবেরঙের টুনি কিনে বাড়ি সাজাচ্ছেন। তবুও চাহিদা মত চিনা টুনি সাপ্লাই বা সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।