কালীপূজোর দিন বর্গভীমা মন্দিরে সন্ধ্যারতী, দেখতে দূর দূরান্ত থেকে মানুশ ভীড় করেন মন্দিরে।

0
527

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– কালীপূজোর দিন বর্গভীমা মন্দিরে সন্ধ্যারতী। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুশ ভীড় করেন মন্দিরে। প্রাচীন কাল থেকে কালীপূজোর দিনে দেবি বর্গভীমার এই আরতি-র ক্ষ্যাতি আজও জেলা সহ রাজ্যের মানুষের কাছে বিশেষ আর্কষনীয়। কথায় আছে এই সন্ধ্যারতীর সময় মা স্বয়ং হাজির হন মন্দিরে । এবং মন্দিরে হাজির হওয়া দর্শনার্থী দের মন কামনা পূর্ণ করেন । সেই পুরানো রিতি মেনে প্রতিবছরের ন্যায় এবছরও প্রচুর মানুষ ভীড় জমিয়েছেন মন্দিরে ।