জল শহরেই পানীয় জলের হাহাকার, দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তা বন্ধের হুমকি।

0
285

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জল শহরেই পানীয় জলের হাহাকার, দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তা বন্ধের হুমকি।
ভোর থেকে কল পাড়ে লম্বা লাইন, আমরুত জল প্রকল্প নিয়েও চলছে গুঞ্জন।
দ্রুত ফ্রীতে জল দেওয়া হবে, জানালেন কাউন্সিলর।

নাম জোৎস্না হালদার ঠিকানা জলপাইগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর গলি,বয়েসের ভারে ঝুকে গেলেও তৃস্না মেটাতে বহু কষ্টে হেটে যান দূরে থাকা পানীয় জলের কল পাড়ে। তবে ক্যামেরার সামনে এসে না বললেও এলাকাবাসীদের অনেকের মুখেই উঠে আসে বহু চর্চিত এবং বিতর্কিত আমরুত প্রকল্পের গুঞ্জন।
তবে শুধু জোৎস্না দেবী ই নন, ববি হালদারের ও একই অভিযোগ পানীয় জল নেই, বহু দৌড়ঝাপ করার পরেও মেটেনি পানীয় জলের অভাব, এবার তাই পথ অবরোধ করার সিদ্ধান্ত।
এলাকাবাসী ধনঞ্জয় কর জানান, পৌরসভা থেকে ওয়ার্ডের কাউন্সিলর সবার কাছেই দরবার করেছে ভুক্তভুগিরা কিন্তু অবাক হলেও সত্যি, জলপাইগুড়ি শহরের মধ্যে থেকেও একটু পানীয় জল পাবার জন্য আজও আমাদের ঘরের মহিলা থেকে শিশুদের ভোর থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে।

অপরদিকে এলাকার কাউন্সিলর এই সমস্যা প্রসঙ্গে উপ পৌরপিতার গুনগান শুনিয়ে বলেন, ওটা রাজ্যে সরকারের পি এইচ ইর জলের কল,ঠিক করার পরেও আবার আয়রন জমে নস্ট হয়ে যায়,
তবে পৌরসভার উপ পৌর পিতার তত্ত্বাবধানে আমরুত জল প্রকল্পের কাজ হচ্ছে, দ্রুত ওই চার নম্বর গলিতে ফ্রী তে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে।
যদিও সূত্রের খবর এই মুহূর্তে মানুষের বাড়িতে শুধু মাত্র জল মিটার বসিয়ে জলের পাইপ লাইন করে দেওয়া হলেও তাতে জল কবে থেকে আসবে সে ব্যাপারে পৌরসভার কোনো নির্দিষ্ট সময় জানানো হচ্ছে না।