বাঁকুড়া, আব্দুল হাই:- বাঁকুড়ার পুরানো রীতি আজও রয়েছে,তার ছবি উঠে এল আমাদের সাংবাদিক আবদুল হাই এর ক্যামেরায়।মশাল জেলে ইঞ্জোলো পিঞ্জোলো করা হয় কালিপুজোর দিন সন্ধ্যায়।পাটকাঠি বা শনকাঠি এই ইঁজো-পিঁজো আঁটিটি বানানো হয়। ওই পাটকাঠির আঁটিটির মাথায় আগুন দিয়ে ইঁজো-পিঁজো করা হয়।
ছোট ছেলেমেয়েরা ছড়া বলে
‘ইঞ্জলা পিঞ্জলা ধায় মশা ধায়/যত মশা আছে সব কালীতলায় যা’।
‘ইঞ্জল কাঠি পিঞ্জল কাঠি, বুড়া দাদুর স্বর্গে বাতি’।
বিকাল থেকে বড়দের শশব্যস্ত করে দেওয়া হতো ইঁজো পিঁজো আঁটি বানানোর জন্য। সন্ধ্যা হতে না হতেই গোটা পাড়ার রাস্তায় এদিক ওদিক ছুটতাম।আর বলা হয় ধাঁ মশা ধাঁ আমাদের পাড়ার মশা গুলো ও পাড়াকে যা।এই ভাবে বন্ধুদের সঙ্গে মেতে উঠতো ইঁজো-পিঁজোয় ! শনকাঠি নিঃশেষ হয়ে গেলে শেষটুকু আগুনের ছোঁয়া হাতে মুখে নিয়ে এই খেলা শেষ করা হতো জল দিয়ে নিভিয়ে দেওয়া শনকাঠির শেষটুকু।একটা কাঠি শারকুরে পুঁতে দেওয়া হতো।আর সেই একই ছবি দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া দশরথবাটি গ্ৰামে।