রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের কালী পুজোর উদ্বোধন।

0
320

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বিগত দু’বছর করোনা ভাইরাসের ভয়াবহতা দেখেছে গোটা দেশ। দেখেছে অক্সিজেনের হাহাকার। দেখেছে হাজার হাজার মানুষের মৃত্যু। সমস্ত কিছু ম্লান হয়ে গেছিল। কিন্তু এ বছর করোনার গ্রাফ নীচে নামতেই আবার নতুন করে সমস্ত কিছুতেই অংশ নিচ্ছেন সকলে। তাই গতকাল রবিবার সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুরের একেবারে শেষ প্রান্তে আর.এস.এ অর্থাৎ রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের কালী পুজোর উদ্বোধন হয়ে গেল। এদিন পুজোর উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার বনমালী ঘোষ, সমাজসেবী স্বরুপ আচার্য, অরিন্দম চ্যাটার্জি, কল্যাণ চক্রবর্তী সহ ক্লাবের সদস্যরা। রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের সদস্য রিপন দে জানান, আমাদের পুজো এবার সপ্তম বর্ষে পদার্পণ করল। এবারে আমাদের থিম ভাবনা সাত্ত্বিক। আমরা গতবছর থেকে থিম পুজো করে আসছি। আমাদের বাজেট আনুমানিক ২ লক্ষ টাকা। এখানে শিল্পী তন্ময় সূত্রধর এই থিমের কাজটা করেছেন।