নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটে নিস্তারিণী মন্দিরের আদলে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দির।১২৪২ বঙ্গাব্দের ইংরেজি ১৮৩৫ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। নিস্তারিণী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উজ্জ্বলমনি দাসী। বিপদ থেকে নিস্তার পেয়েছিলেন বলে এই মন্দিরের মাকালীর নাম নিস্তারিণী রেখেছিলেন তৎকালীন জমিদাররা। কথিত আছে নিস্তারিণী মন্দিরের কুড়ি বছর পর তৈরি হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির। রানী রাসমণি রানাঘাটের নিস্তারিণী মন্দিরকে দেখেই দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছিলেন বলে প্রচলিত। এই মন্দিরে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পূজিত হন দখিনা কালী। কালীপুজো উপলক্ষে নিস্তারিণী মন্দিরে হয় বিশেষ পুজো। বহু দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন এই মন্দিরে।