সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শিক্ষা ,সংস্কৃতির সাথে আধ্মাত্বিকতায় অন্যতম স্থান হলো তিলুড়ী গ্রাম।
সাধক শান্তিগোপালের পদধূলি ধন্য এই গ্রাম ও স্মশান আশ্রম।
এই গ্রামের বাঁধা বোললতলায় শ্রীচৈতন্য দেব বিশ্রাম নিয়েছিলেন বলে জনশ্রুতি আছে।
তাঁর রেখে যাওয়া একটি তাল পাতায় লেখা দুষ্প্রাপ্য পুঁথি এখনো রয়েছে।
দুর্গাপুজো, রাস উৎসব, সরস্বতী পুজোর সাথে কালী পুজো ও যথেষ্ট সাড়া ফেলেছে এই গ্রামে।
বড়ো কালী, মেজো কালী, ছোটো কালী, নিমাই বাবার কালী,শ্মশান কালী অতি জাগ্রত এবং ভক্ত সমাগমে জমজমাট।