ফ্রি ফুচকা খাইয়ে অভিনব পন্থা অবলম্বন করলেন নিউ তরুণ সংঘের ক্লাবের কালীপূজা কমিটি সদস্যগণ।

0
346

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- সাঁকরাইল থানার মানিকপুর অঞ্চলের নিউ তরুণ সংঘ ক্লাবের কালী পূজা ৪২ তম বছর পদার্পণ করল। গত দু বছর করোনা চলাকালীন তেমন কোনো আরম্ভর অনুষ্ঠান হয়নি বাঙালির পাল পার্বণে। সমস্ত পার্বণগুলোই তাই ফিকে হয়ে গিয়েছিল । এবছর করোনা মুক্ত হওয়ায় মহাসমারহে সমস্ত পাল-পার্বলগুলো পালিত হচ্ছে। বিভিন্ন মন্ডপে মন্ডপে ভিড় উপছে পড়ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এ প্রচুর ভিড়ের সমাগম হয়েছিল । এবারে কালীপূজাও তার ব্যাতিক্রম হলো না। বিভিন্ন মন্ডপে কালী প্রতিমা দেখতে দর্শকদের ভিড় ছিল দেখার মতন। তেমনি সাঁকরাইল থানার মানিকপুর অঞ্চলের নিউ তরুণ সংঘের ক্লাবের কালী পূজা দেখতে দেখতে ৪২ তম বছরে পদার্পণ করল। এই ৪২ তম বছরে পুজো কমিটির থিম কৈলাস এবং মন্ডপের ভিতরে ভৌতিক দৃশ্য অপেক্ষা করছিল দর্শকদের জন্য। অন্ধকার জায়গায় ভূত সেজে দাঁড়িয়ে থেকে দর্শকদের মনোরঞ্জনের ব্যবস্থা করলেন ক্লাব কর্তৃপক্ষ। দর্শক গণ প্যান্ডেল এবং ভিতরে কারুকার্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন। নিউ তরুণ সংঘ ক্লাবের আজ সংযোজন ছিল ফ্রি ফুচকা খাওয়ার ব্যবস্থা। লম্বা লাইনে যেমন প্রতিমা দেখার ভিড় ছিল, ঠিক তেমনি লম্বা লাইনে দাঁড়িয়ে ফুচকা খাবার ভিড় দেখতে পাওয়া গেল প্যান্ডেলের সামনে।