জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জেলার ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে মতাদর্শগত চর্চা বৃদ্ধি করার জন্য ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বার্ষিক পত্রিকা সমস্বর তৃতীয় সংখ্যা এর উদ্বোধন করা হলো আজ সংগঠনের জেলা দপ্তরের সামনে ইনকিলাবি বুকস্টলে।
এদিন পত্রিকার উদ্বোধন করেন সংগঠনের প্রাক্তন রাজ্য নেতৃত্ব প্রদীপ দে, শুভঙ্কর গুহ রায়, রাজ্য নেতৃত্ব প্রভাকর সরকার, রাজিউল ইসলাম, পারসান খেরিয়া জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, জেলা সভাপতি সাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক অনুভব দে।।
পত্রিকা উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব বর্তমান সময়ে বিজেপির গৈরিকিকরন এর বিরুদ্ধে কথা বলেন এবং আরএসএসের কাজকর্মকে রুখতে নিজেদের মতাদর্শ শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।। এছারাও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব অনির্বান দে, মৈনাক ঘোষ, সায়ন্তন খাসকেল, অহনা পান্ডে সহ অন্যান্য নেতৃত্ব।।
Home রাজ্য উত্তর বাংলা ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বার্ষিক পত্রিকা সমস্বর তৃতীয়...