নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পুজা মানে মালদহের হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় জমে উঠেছে,মানিকোড়া কালী পুজা যা আজ গ্রামবাসীরা পুরানো রীতি মেনে চালিয়ে যাচ্ছে, ডাকাতদের হাতে শুরু হয়েছিলো এই কালীপুজা আজ মানিকোড়া কালী নামে পরিচিত, সোমবার সারারাত চলে এই পুজা,বহুদূরদূরান্ত থেকে ভক্তরা আছে মায়ের মন্দিরে পূজাকে ঘিরে সেজে উঠেছে , আলোকসজ্জা,মন্দির প্রাঙ্গনে পুলিশ প্রশাসনের চলছে করা নজরদারি, এই পুজো ঘিরে বসেছে মেলা।এই মানিকোড়া মায়ের মন্দিরে বলি প্রথা রয়েছে ভক্তি মন্দিরে সামনে দেখা গিয়েছে লম্বা লাইন পাঁঠাবলি দেওয়ার জন্য।