রানাঘাটের শ্মশান কালী মায়ের নাম সুবিদিত।

0
242

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের শ্মশান কালী মায়ের নাম সুবিদিত। রানাঘাট ও রানাঘাট পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষ কালীপুজোর দিন শ্মশান কালী মায়ের পূজো দিতে আসেন রানাঘাট শ্মশানে। রানাঘাটের শ্মশান কালীমা ১৫০ বছরের প্রাচীন। এবার পুরসভার উদ্যোগে নবরূপে তৈরি হয়েছে শ্মশান কালী মায়ের মন্দির। কালীপুজোর দিন সন্ধ্যা থেকেই ভক্ত সমাগম হতে থাকে রানাঘাট শ্মশানে। পুজো দিতে আসেন অসংখ্য শ্রদ্ধালু। কালী পুজোর দিন সন্ধ্যায় পুজো দিতে আসেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়,
উপপুরপ্রধান আনন্দ দে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বর্ণালী দে সহ বহু বিশিষ্ট জন। রানাঘাটের শ্মশান কালীমা খুবই জাগ্রত তিনি ভক্তের মনস্কামনা পূর্ণ করেন।