আনন্দ উৎসবের দিনেই না ফেরার দেশে পাড়ি দিলেন জলপাইগুড়ির অন্যতম ক্রীড়া সংগঠক, শোকের ছায়া জেলার ক্রীড়া মহলে।

0
182

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বিধুভূষণ দেব,, প্রতিষ্টাতা সদস্য তথা প্রাক্তন সহ সভাপতি জেলা ক্রিয়া সংস্থা,। ১৯৫৪ সাল দেশ স্বাধীন হবার পর যখন নিজের দেশ কে বিভিন্ন ভাবে গড়ে তোলায় ব্রত অনেকেই, সেই সময় সুস্থ্য স্বাস্থ্য, সুস্থ মন, গড়ার লক্ষে জলপাইগুড়ির ক্রিয়া প্রেমীদের সংগঠিত করার কাজের দায়িত্ব নিয়েছিলেন এই অকৃদার সবার প্ৰিয় মানুষটি।

বুধবার ৯৫ বছর বয়েসে বার্ধকজনিত অসুখে না ফেরার দেশে পাড়ি দেন।
খবর ছড়িয়ে পরতেই শিরিস তলা সংলগ্ন এলাকার বাসভবনে ছুটে যান জলপাইগুড়ি ডি এস এর বর্তমান সদস্য থেকে স্কুল স্পোর্টস এসোসিয়েশনের কর্মকর্তারা, জানানো হয় শেষ শ্রদ্ধা।
এই বিশিষ্ট ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জলপাইগুড়ির আরেক ক্রীড়াবিদ সন্টু চ্যাটার্জী বলেন।
সেই ১৯৫৪ সাল থেকে ময়দান অন্ত প্রাণ মানুষটি বিদায় নিলো।
তবে স্মৃতি হয়ে চিরকাল বেঁচে থাকবে জলপাইগুড়ির ক্রীড়া প্রেমীদের মনে।