চাকরিপ্রার্থীদের উপর অকথ্য পুলিশি অত্যাচারের প্রতিবাদে কোচবিহারে মিছিল করল নাগরিক সমাজ।

0
473

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: করুনাময়ীতে রাতের অন্ধকারে টেট পাশ চাকরিপ্রার্থীদের উপর অকথ্য পুলিশি অত্যাচারের প্রতিবাদে কোচবিহারে মিছিল করল নাগরিক সমাজ। বুধবার কোচবিহার শহরের বড় দেবীবাড়ি চত্বর থেকে ওই মিছিল বের করে। শহরের প্রাণ কেন্দ্র সাগর দীঘি হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন তারা। পরে মিছিল শেষ হয় কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড়ে একটি পথসভা করেন তারা। এদিন রাজনৈতিক কর্মকাণ্ডের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে প্রত্যেকেই এই মিছিলে যোগদান করে। সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদের ভাষাতে ধ্বনিত করে সাম্প্রতিক সময়ে যে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে আমলারা দুর্নীতির দায় গ্রেফতার হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয় নাগরিক সমাজ।

জানা গেছে, কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এক চোখে এই মিছিলে সামিল হয়। তাদের দাবি আগামীদিনে পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। যে সমস্ত যোগ্য প্রার্থী এখনো বঞ্চিত হয়ে রাস্তায় বসে রয়েছেন তাদের যোগদান পত্র অবিলম্বে সরকারকে দিয়ে দেওয়ার দাবিও জানান নাগরিক সমাজ।