পুরানো রীতি মেনে বিসর্জন করা হলো কালী পূজার পরের দিন মা কালীর।

0
266

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-পুরানো রীতি মেনে বিসর্জন করা হলো কালী পূজার পরের দিন মা কালীর। এবারও দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে কালীপুজোর পরদিন কালী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় আনন্দ মুখরিত হয়ে উঠল হবিবপুর ব্লকের আইহো সোনারপাড়া চিনুর মাঠ। নিরঞ্জনের দেখতে ভীর জমিয়েছিলেন বহু ভক্ত রীতি মেনে সাত বোন তথা সাতটি আইহো অঞ্চলের সোনারপাড়ার বিভিন্ন কালী এক জায়গায় মাঠে নিয়ে আসা হয়।সতটি কালী মুর্তিকে এক সাথে কাঁধে নিয়ে নাচ করাহয়।