বুধবার গোবর্ধন পূজোয় মেচেদা ইসকন মন্দিরে আসেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।

0
314

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–বুধবার গোবর্ধন পূজোয় পূর্ব মেদিনপুর জেলার মেচেদা ইসকন মন্দিরে আসেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। রাধাকৃষ্ণের বিগ্ৰোহে আরতী করেন তিনি। এরপর গো মাতাকে আরতী ও পূজো করেন তিনি।তারপর গো মাতার পায়ে প্রনাম সারলেন। এইদিন মঞ্চে হরিনাম সংকীর্তন করেন তিনি। এদিন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন-“ডিসেম্বরে মায়াপুরে ৫০০০ গীতা দান উৎসব সেখানে আমি থাকবো উৎসবে সকল ভক্তমন্ডলী অংশগ্রহণ করুন। গীতা পাঠ করুন। আধুনিক শিক্ষার সাথে ও পুঁথিগত বিদ্যার সাথে গীতা পাঠ করুন। ভারতবর্ষে আর বেশি করে সনাতনীতে মজবুত করা। এবারের দেয়ালিতে দুটো গিফট আমরা পেয়েছি। একটা দেওয়ালির আগের দিন পাকিস্তানকে হারিয়ে ভারত জয়লাভ করেছে। ইসকনের পরম ভক্ত তাকে ইউনাইটেড কিংডাম ইসকনের পরম ভক্ত তাকে আমরা ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।