মহা সমারোহে ইস্কন মায়াপুরে পালিত হলো গিরী গোবরধন মহোৎস।

0
332

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শারদীয় উৎসব শেষ তথা বিজয়ার পরদিন থেকে শুটু হয় নিয়ম সেবা মাস, তথা দামোদর মাস, অনেকে নিয়ম সেবা মাসও বলে থাকে। এই মাসে অনুষ্ঠিত হয় কালি পুজো, দীপাবলি সহ আরও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। তেমনি দীপাবলির পরদিন অনুষ্ঠিত হয় গিরী গোবর্ধন মহোৎসব।ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানায় এদিন মহাসমারোহে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর ধামে ভোর বেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানের। দিনভর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো এই দিনটি। পাশাপাশি দশ হাজার ভক্ত দের বিনা মূল্যে মহা প্রশাদ বিতরণের আয়োজনও করা হয়।করোনা কাটিয়ে দুবছর পর এবছরের প্রতিটি উৎসব অনুষ্ঠানে যেভাবে ভক্ত সমাগমে জমজমাট হয়ে উঠছে ইস্কন মায়াপুর মন্দির, তা যথেষ্ট চোখে পড়ার মতো। এই অনুষ্ঠান উপলক্ষেও দেখা গেল তেমনি ছবি, শুধু এ রাজ্য, দেশ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও অসংখ্য ভক্ত সমাগমে মুখরিত হয়ে উঠছে ইস্কন মন্দির।